কাস্টমস সুত্রে জানা যায়, চাপাইনবাবঞ্জের আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজ ভোমরা স্থলবন্দর দিয়ে ৬০ টন ভারতীয় সরিষার খৈল আমদানীর জন্য ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে পশ্চিমবঙ্গের রপ্তানিকারক প্রতিষ্ঠান বিকে এন্টার প্রাইজের অনুকূলে এলসি প্রদান করেন। ঘটনার দিন ভারতীয় সরিষার খৈল বোঝাই দুটি ট্রাক ভোমরাস্থল বন্দরের পার্কিং ইয়ার্ডে ঢোকার সাথে সাথে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যরা স্থলবন্দরের বনন্ডেট এলাকায় সরিষার খৈল ভর্তি ট্রাকের বস্তা খুলে ভারতীয় উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গার খোঁজ পায়। এরপর বন্দর থেকে বিজিবি সদস্যরা সরিষার খৈল ও ভারতীয় শাড়ী লেহেঙ্গা বোঝায় ট্রাকটি বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসেন। এদিকে, উক্ত আমদানীকারক প্রতিষ্ঠানের পক্ষে যশোরের সিএন্ডএফ এজেন্ট জেবা এন্টার প্রাইজের পরিচালক মাসুদ আলম উল্লেখিত ৬০ টন সরিষার খৈলের শ্লুস্কায়নের জন্য বিলঅব এন্ট্রি দাখিল করেন। দুটি ট্রাকের...