প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হস্তান্তরের সরকারের উদ্যোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতিবিরোধী সংস্থাটি আজ রবিবার বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ বিদ্যমান সমস্যার সমাধান করবে না, বরং দুর্নীতিকে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত করবে মাত্র। টিআইবি সরকারের এই উদ্যোগকে 'মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলা'র সঙ্গে তুলনা করে মন্তব্য করেছে। তাদের মতে, এনসিটিবি'র বিরুদ্ধে সময়মতো বই সরবরাহে ব্যর্থতা, মান নিয়ে প্রশ্ন এবং কাজের সমন্বয়হীনতার যে অভিযোগ রয়েছে, তার মূল কারণ হলো প্রাতিষ্ঠানিক সুশাসনের অভাব। এই চ্যালেঞ্জ উত্তরণের উপায় অনুসন্ধান না করে কেবল দায়িত্ব হস্তান্তর করলে এনসিটিবি দুর্বল হবে এবং লক্ষ্য অর্জনে কোনো গুণগত পরিবর্তন আসবে না। বরং এক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হবে।...