একসময় বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ও সফল ফরম্যাট ছিল ওয়ানডে ক্রিকেট। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করলে এখন মনে হয়, এই ফরম্যাটেই দল সবচেয়ে বেশি ছন্নছাড়া অবস্থায় আছে। টানা চারটি সিরিজে পরাজয় এবং শেষ ১১টি ওয়ানডের মধ্যে ১০টিতে হার- এই ব্যর্থতার ধারাবাহিকতা দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে আরেকটি সিরিজ হারার পর শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। মেহেদী হাসান মিরাজরা কি সরাসরি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে, নাকি আবারও বাছাই পর্ব খেলতে বাধ্য হবে? এমন জল্পনা কল্পনা নিয়ে নানামুখী প্রতিবেদনে বিভ্রান্তি রয়েছে মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসমূহ তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। যার ব্যাখ্যা আলাদা করে সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বিসিবি। তাদের বিবৃতি অনুসারে প্রতিবেদনগুলোর কিছু অংশে দলের নির্ধারিত ম্যাচের সূচি ও র্যাঙ্কিং নিয়ে...