পুলিশ আরও জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালালে টিএলপি কর্মীরা গুলি চালায়। এসময় তারা ৪০টিরও বেশি যানবাহনে অগ্নিসংযোগ করে। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ডজনখানেক মানুষ আহত হন।টিএলপির ডাকা এই ইসরায়েলবিরোধী মার্চ বিক্ষোভ শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে শুরু হয়। প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই মিছিলের পথেই একাধিকবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালানো হয়। এ সময় বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষের পর ইসলামাবাদের প্রবেশ ও বহির্গমন পথ আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। এটি বিক্ষোভ শুরুর পর থেকেই বন্ধ ছিল।অন্যদিকে টিএলপির দাবি, পুলিশ প্রথমে গুলি চালিয়েছে। এতে তাদের নেতা সা’দ রিজভি গুলিবিদ্ধ হন। দলটির পক্ষ থেকে জানানো হয়, রিজভি ৩টি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।এর আগে রোববার এক সংবাদ...