যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় তার ভাষণ বাধাগ্রস্ত হয়েছে। বিবিসি জানায়,সোমবার ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্টে কিছু সদস্যের প্রতিবাদে হট্টগোল দেখা দেয়। তারা ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। আবার কাগজে লিখে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান। ইসরায়েলের পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য আয়মান ওদেহ এবং ওফার কাসিফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের চিহ্ন হাতে তুলে ধরেন। ট্রাম্পের ভাষণের মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে একটি কাগজও উঁচুতে তুলে ধরেছিলেন তারা। তাতে লেখা ছিল, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।’ নেসেটে এই হট্টগোলের মধ্যে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হন। নেসেট স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইনপ্রণেতাদের আহ্বান জানান এবং প্রতিবাদী সদস্যদেরকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন কর্মকর্তাদেরকে। এ সময় প্রতিবাদী দুই সদস্যকে পার্লামেন্ট অধিবেশন থেকে...