গত ২৭ সেপ্টেম্বর দুপুরে ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভাষণে তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ভবিষ্যতে ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার, সমাজে মর্যাদা নির্ধারণের মানদণ্ড পরিবর্তন ও দুর্নীতি রুখে দেওয়া হবে। বক্তব্যের এক পর্যায়ে জামায়াতের আমির ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের প্রসঙ্গ টেনে দাবি করেন, ‘পাশের দেশ, ড. আব্দুল কালাম, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট। তিনি কি মাস্টার্স ডিগ্রি ছিলেন নাকি? গ্র্যাজুয়েট ছিলেন? ইন্টারমিডিয়েট ছিলেন? হাইস্কুল পাশ করেছেন? কিছুই না। কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার। সেই জাতি তো তাকে সম্মান দিয়েছে। কী জন্যে? তার কন্ট্রিবিউশানের...