বগুড়ায় শাজাহানপুরে পান ব্যবসায়ী হামেদ আলীর (৫৮) মরদেহ ১৯ ঘণ্টা পর দাফন করা হয়েছে। জানা গেছে, হামিদ আলী তার একমাত্র ছেলে মাসুদ রানাকে (৩০) সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। সেই সম্পত্তির হিস্যা বুঝে নেয়ার পর ও মৃত্যুর ১৯ ঘণ্টা পর রোববার (১২ অক্টোবর) বিকেলে ওই ব্যবসায়ীর লাশ দাফন সম্পন্ন করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। ঘটনাটি শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ী গ্রামের। সোমবার বিকেলে আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত কেরামত আলীর ছেলে হামেদ আলী দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে পান কিনে এনে শাজাহানপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে পাইকারি দরে বিক্রি করতেন। পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার সংসার। গত দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী ছিলেন। অসুস্থ অবস্থায় প্রায় দুই...