দিল্লিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দেখালো স্পষ্ট ব্যাটিং উন্নতি। জন ক্যাম্পবেল ও শাই হোপের শতকে ভারতকে বেশ ভুগিয়েছে ক্যারিবীয়রা।শেষদিকে জাস্টিন গ্রিভসের ফিফটি ও জেডন সিলসের সঙ্গে শেষ উইকেট জুটিতে ৭৯ রানের লড়াইয়ে দল পৌঁছে যায় ৩৯০ রানে। তবে তাতেও ভারতের আধিপত্যে ছেদ পড়েনি, মাত্র ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ৬৩/১। চতুর্থ দিনের সকালেই ভারতের আশা ছিল দ্রুত উইকেট তোলার, কিন্তু ক্যাম্পবেল ও হোপের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। সমতল পিচে বুমরাহর রিভার্স সুইং চেষ্টা ব্যর্থ হয়। ৯০ ছুঁয়ে দীর্ঘক্ষণ থমকে থাকা ক্যাম্পবেল অবশেষে রবীন্দ্র জাদেজাকে ছক্কা মেরে তুলে নেন নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তবে বিরতির পর রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি (১১৫)। হোপের ব্যাটও তখন সমান দৃঢ়। ৫৮ ইনিংস...