স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ঋণ নিয়েছিলেন সাড়ে ৩ লাখ টাকা। সেই স্বাক্ষর ব্যবহার করে বায়নানামা বানিয়ে জমির মূল্য দেখানো হয়েছে ৮১ লাখ ৮২ হাজার টাকা! এমনই প্রতারণার অভিযোগ থানায় লিখিতভাবে জানিয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মঠবাড়ী এলাকার বাসিন্দা পঞ্চাশোর্ধ বিপ্লব গমেজ। ভুক্তভোগী বিপ্লব কালীগঞ্জের নাগরী ইউনিয়নের মঠবাড়ী গ্রামের সুনীল গমেজের ছেলে। অভিযুক্ত মো. সাইদুল ইসলাম (২৯) একই ইউনিয়নের নগরভেলা গ্রামের মো. ছাহিদ মিয়ার ছেলে। বিপ্লব গমেজের অভিযোগ, পারিবারিক প্রয়োজনে গত ১১ মার্চ তিনি পূর্বপরিচিত সাইদুল ইসলামের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ নেন। শর্ত ছিল—প্রতি মাসে ওই টাকার ওপর ১০ শতাংশ হারে সুদ দিতে হবে। তখন সাইদুল জানিয়েছিলেন, অর্থ লেনদেনে স্বচ্ছতার জন্য স্ট্যাম্পে লিখে রাখা হবে। বিপ্লব বলেন, “সেদিন দক্ষিণ মঠবাড়ীর বেনুর বাড়ির ভাড়াটিয়া শুকুমারের কক্ষে সাইদুল নগদ টাকা দেন।...