নিহতের নাম সুব্রত চন্দ দাস (৪০)। তিনি উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে।আরো পড়ুন:মানিকগঞ্জে ৫ লাশ উদ্ধারজিসান হত্যা: আদালতে জবানবন্দি দিলেন ৩ আসামি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুব্রত বেকার ছিলেন। তার স্ত্রী রিক্তা রানী দাস উপজেলার চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্য সেবা বিভাগে চাকরি করেন। দুপুরে স্ত্রীকে কর্মস্থল থেকে আনার জন্য সুব্রত বাড়ি থেকে মোটরসাইকেল রওয়ানা দেন। পথে দুর্বৃত্তরা সুব্রতের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়। চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন...