চলতি অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে এসেছে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার কোটি টাকার বেশি। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ৯ কোটি ডলার প্রবাসী আয়। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অক্টোবরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছে ৯৮ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। গত বছরের ওই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু, অর্থাৎ ১ জুলাই থেকে গত ১১ অক্টোবর (শনিবার) পর্যন্ত দেশে মোট ৮৫৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭৪৯ কোটি ডলার। অর্থবছর অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের...