১৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম টাঙ্গাইলে বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে তালগাছ বপন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তালগাছের বীজ বপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “তালগাছ বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে। তাই কোমলমতি শিক্ষার্থীদের জীবন সুরক্ষায় বিদ্যালয় ও কলেজে তালগাছ বপন কার্যক্রম হাতে নিয়েছি।” তিনি আরও বলেন, টাঙ্গাইল জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ বপন করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন...