সর্বশেষ সরকার দুটি অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হয়ে পতনের আশঙ্কায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন। এই সংকটকে বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে জটিল রাজনৈতিক অচলাবস্থা। সোমবার ১৩ অক্টোবর দ্য স্ট্রেইট টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বর্তমানে ফরাসি সংসদ তিনটি ভিন্ন মতাদর্শিক ব্লকে বিভক্ত, আর সংখ্যালঘু সরকার ঘাটতি কমানোর লক্ষ্যে বাজেট পাস করাতে হিমশিম খাচ্ছে। গত দুই বছরে ম্যাক্রো ইতোমধ্যেই পাঁচজন প্রধানমন্ত্রীকে পরিবর্তন করেছেন। বিরোধীরা মনে করছে, বর্তমান অচলাবস্থা কাটাতে ম্যাক্রোঁর উচিত নতুন আইনসভা নির্বাচন ডাকা বা পদত্যাগ করা তবে প্রেসিডেন্ট দুটিই করতে অস্বীকৃতি জানিয়েছেন। শনিবার মিশরে গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার উদ্দেশে পৌঁছানোর পর সাংবাদিকদের ম্যাক্রো বলেন, আমি ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করি এবং তা অব্যাহত রাখব। প্রেসিডেন্টের...