একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন বাংলাদেশে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্র্যাটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করছে। এমনকি বিএনপিকে কটাক্ষ করে নানা ধরনের বক্তব্যও দেওয়া হচ্ছে। অথচ এই বিএনপি চেয়ারপারসন অন্যদের মতো কখনো জাতির সঙ্গে বেইমানি করেনি। একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজ পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করবেন জানিয়ে তিনি...