১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম চাঁদপুর শহরের পাড়া-মহল্লায় ঘুরে বেড়ানো বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা (Rabies Vaccine) দেওয়ার কার্যক্রম শুরু করেছে চাঁদপুর পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ দপ্তর। জনস্বাস্থ্য সুরক্ষা ও জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১০ অক্টোবর ভোর ৬টা থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। তবে প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে। প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, দুই ধাপে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে—প্রথম সেশন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় সেশন রাত ৯টা থেকে ২টা পর্যন্ত। টিকাদান কার্যক্রম ইতোমধ্যে শহরের কালীবাড়ি মোড়, নতুন বাজার, ইচলী ঘাট, ঢালির ঘাট, পালের বাজার, মেডিকেল...