নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রতীক ‘শাপলা ফুল’ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে লবিংয়ে ব্যস্ত একাধিক রাজনৈতিক দল। ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক চেয়ে জোরালো চিঠিপত্র চালাচালি করছে। এবার নতুন করে বাংলাদেশ কংগ্রেস নামের নিবন্ধিত রাজনৈতিক দলও নির্বাচন কমিশনের কাছে একই প্রতীক দাবি করে আবেদন জমা দিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনে কংগ্রেস দলের পক্ষ থেকে মহাসচিব মো. ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। দলটির দপ্তর সম্পাদক তুষার রহমান সশরীরে ইসি ভবনে উপস্থিত হয়ে আবেদনটি দাখিল করেন। কংগ্রেস দলের দাবি, ২০১৩ সালে দলটির প্রতিষ্ঠার পর থেকেই ‘শাপলা’ তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আসছে। দলীয় প্রচারপত্র, ব্যানার, পোস্টার এবং লোগোতেও শাপলা ব্যবহৃত হয়ে আসছে। তবে, ২০১৭ সালে দলটি যখন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে, তখন...