দখলদার ইসরায়েলের কাছে বন্দি থাকা ফিলিস্তিনিদের বহনকারী কয়েকটি বাস অবশেষে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার (১৩ অক্টোবর) সরাসরি সম্প্রচারে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী বাসগুলো দক্ষিণ ইসরায়েলের নেগেভ কারাগার থেকে রওনা হয়ে গাজার দিকেও গেছে। বন্দিদের স্বাগত জানাতে পরিবারগুলো রামাল্লা ও গাজা শহরে ভিড় করেছে। তবে এবারের বন্দি বিনিময়ে আগের মতো উৎসবের আমেজ নেই। বরং দেখা যাচ্ছে অনিশ্চয়তার ছায়া। অপেক্ষমান পরিবারের অভিযোগ, এই চুক্তি দ্রুত সম্পন্ন হওয়ায় বন্দিদের তালিকা রাতভর একাধিকবার পরিবর্তন করা হয়েছে। দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার হামাস মুক্তি দিয়েছে তাদের হাতে থাকা সবশেষ ২০ ইসরাইলি জিম্মিকে। ইসরায়েলের লের সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, জিম্মিদের মুক্তি দেওয়া হয় দুই...