টানা দুই হারে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপ জয় দিয়ে শুরু করলেও সেই ধারা অব্যাহত রাখতে পারেনি দল। গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের খোঁজে বাংলাদেশ মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার। ভারতের বিশাখাপত্তনমে আজ সোমবার (১৩ অক্টোবর) টস জিতে ব্যাটিং বেছে নেন নিগার সুলতানা জ্যোতি। ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তুলেছে বাংলাদেশ। ওপেনিংয়ে ভালো শুরু এনে দেন দুই ব্যাটার ফারজানা হক ও রাবেয়া হায়দার ঝিলিক। উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান। কোল ট্রায়নের শিকার হয়ে ফেরার আগে ঝিলিক করেন ৫২ বলে ২৫ রান। ননকুলুলেকো ম্লাবার বলে লেগবিফোর হওয়ার আগে ফারজানা করেন ৭৬ বলে ৩০ রান। অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা তুলে নেন অর্ধশতক। রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়ার আগে ৬টি চারে ৭৭ বলে ৫০ করেন সুপ্তা। রানে ফিরেছেন অধিনায়ক জ্যোতিও। ৪২ বলে...