চট্টগ্রামের জিইসি মোড়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে দিতে ছাত্রলীগের একটি মিছিল পুলিশের ওপর হামলা চালায়। ঘটনার জবাবে পুলিশ গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে ছাত্রলীগের ১০ কর্মীকে আটক করে। ঘটনাটি ঘটে ১১ অক্টোবর সন্ধ্যায়। পুলিশ জানায়, মিছিল থেকে হঠাৎ ইট-পাটকেল ছুড়ে মারার পাশাপাশি কয়েকজন কর্মী পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও পরে গুলি চালায়। এ সময় কয়েকজন আহতও হয়। আটক ছাত্রলীগ কর্মীদের রবিবার খুলশী থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদক জুবায়ের ইবনে শাহাদাত। জানা গেছে, জুবায়ের পূর্বে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন এবং তিনি তথ্যমন্ত্রীর আত্মীয়। তথ্যমন্ত্রীর সুপারিশেই তার যমুনা টিভিতে চাকরি হয়েছে—এমনটিও দাবি করেছেন একাধিক সূত্র। পুলিশ জানায়, গ্রেপ্তার ছাত্রলীগের নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের...