দর্শনা থানা পুলিশ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন দর্শনা জয়নগর গ্রামের মৃত আজাদ আলীর ছেলে মাগরিব আলী (৪৪)।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই মাসুদ রহমান সঙ্গীও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালান। ওই সময় মাগরিবের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ব্যাপারে রাতেই পৃথক দুটি মামলা হয়েছে এবং উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানা পুলিশ...