শিশুশ্রম বন্ধে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন একটি গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া বক্তারা। তারা বলেন, শিশুশ্রম নিয়ে সরকার, গণমাধ্যম, উন্নয়নকর্মী— সবাইকে একযোগে কাজ করতে হবে। শিশুশ্রম বিষয়ক খবর গুরুত্ব সহকারে প্রকাশ করতে হবে। শুধুমাত্র দিবস-কেন্দ্রিক আয়োজন নয়, সারা বছর এ বিষয়ে কাজ করতে হবে। কি কারণে শিশুরা শ্রমে নিযুক্ত হচ্ছে তা নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করতে হবে। আজ সোমবার (১৩ অক্টোবর) অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি), এডুকো বাংলাদেশ ও শাপলা নীড় বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর একটি রেস্টুরেন্টে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ’শিশুশ্রম নিরসনে গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা : বর্তমান বাস্তবতা ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক এই বৈঠকে কি-নোট উপস্থাপন করেন ঢাকা বিম্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাজমুজজামান ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার,...