দক্ষিণ আফ্রিকায় পাহাড়ি রাস্তা থেকে বাস নিচে উল্টে পড়ে অন্তত ৪২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার রাতে দেশটির লিমপোপো প্রদেশের এনওয়ান মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন। নিহতরা সবাই জিম্বাবুয়ে ও মালাউয়ির নাগরিক; দক্ষিণ আফ্রিকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হন তারা, বলছে বিবিসি। বাসটি মহাসড়কের পাহাড়ি অংশ দিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে সরে ঢালু অংশ দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়, বলেছেন কর্মকর্তারা। বিবিসির হাতে আসা একটি ছবিতে বাসটিকে পাহাডি অংশের নিচে উল্টে পড়ে থাকতে দেখা গেছে। নিহতদের মধ্যে ৭টি শিশু ও ১৮ জন নারীও আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনায় ৪৯ জন আহতও হয়েছে। কেন দুর্ঘটনা, তার কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বাসটি ইস্টার্ন কেপের গখেবারহা থেকে রওনা হয়েছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলোর...