আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম স্যার এমন অকালে না ফেরার দেশে চলে যাবেন কখনও ভাবিনি! স্যারের সঙ্গে আমাদের সবার অসংখ্য সুন্দর ও স্মরণীয় স্মৃতি আছে; বিশেষ করে আমার। আমি একজন মধ্যমমানের ছাত্রী ছিলাম, যার কারণে স্যারকে নিয়ে আমার পড়াশোনা সংক্রান্ত স্মৃতি নেই, বলা যায়। আমি এবং আমার মতো অনেকেই এসএমআই (সৈয়দ মনজুরুল ইসলাম) স্যারকে পেয়েছি কখনও বাবার মতো, কখনও বড় ভাই বা কখনও বন্ধু হিসেবে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হই, তখন এসএমআই স্যার ছিলেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান। ভর্তি পরীক্ষার ইন্টারভিউয়ে স্যার আমাকে ভালোবেসে দুইবার ‘পাগল মেয়ে’ বলতে বাধ্য হয়েছিলেন! কারণ, সাবজেক্ট সিলেকশনে পাঁচটি অপশনের প্রথম তিনটিতে আমি ‘ইংরেজি’ লিখেছিলাম। স্যার মজা পেয়ে হেসে বললেন, ‘পাগল মেয়ে! ইংরেজি না পেলে কি তুমি পড়বে না?’ আমি চুপ...