পড়ালেখার পাশাপাশি অটোরিকশা চালানো একাদশ শ্রেণির শিক্ষার্থী হৃদয়কে গুলি করে হত্যার হৃদয়বিদারক দৃশ্য ফুটে উঠলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার ১৩ অক্টোবর, হৃদয়কে গুলি করার ভিডিওটি আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলা প্রসিকিউসন পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রদর্শন করা হয়। হৃদয়কে গুলি করার হৃদয়বিদারক ভিডিওটিতে দেখা যায়, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকায় বিজয় মিছিল বের করেন ছাত্র-জনতা। আর এ মিছিলে অংশ নেন হৃদয়। মুহূর্তেই ছাত্র-জনতার ওপর গুলি ছুড়তে থাকে পুলিশ। জীবন বাঁচাতে সবাই আশ্রয় নেন নিরাপদ স্থানে। কিন্তু হৃদয়কে ধরে আনেন কয়েকজন পুলিশ সদস্য। ঘিরে রাখা হয় তাকে। একপর্যায়ে বড় লাঠি নিয়ে একজন আঘাত করতে এগিয়ে আসতেই আরেকজন এই কলেজ ছাত্রকে চড় মারেন। হঠাৎ কিছু...