তবে অনলাইনে কেনাকাটার সময় প্রতারণার আশঙ্কাও থাকে। তাই বিশ্বস্ত বিক্রেতা ও ওয়েবসাইট বেছে নেওয়া জরুরি। বিশেষায়িত কিছু প্ল্যাটফর্ম যেমন গ্যাজেল, ব্যাক মার্কেট, সপ্পা, কিংবা ই-ব্যা ব্যবহার করতে পারেন। বড় রিটেইলার বেস্টবাই, অ্যামাজন বা মোবাইল অপারেটররাও রিফার্বিশড ফোন বিক্রি করে। এমনকি অ্যাপল ও স্যামসাং–এর নিজস্ব ওয়েবসাইটেও পাওয়া যায় এসব ডিভাইস। অ্যাপল ও স্যামসাংয়ের রিফার্বিশড ফোন সাধারণত তাদের নিজস্ব টেকনিশিয়ানদের মাধ্যমে পরীক্ষা–নিরীক্ষা করা হয়। ফলে নির্ভরযোগ্যতা বেশি হলেও দাম তুলনামূলক কিছুটা বেশি হতে পারে। রিফার্বিশড ফোন সাধারণত সম্পূর্ণরূপে ডেটা মুছে ফেলে পরীক্ষা করা হয় এবং নষ্ট অংশ পরিবর্তন করা হয়।অন্যদিকে, ব্যবহৃত ফোন মানে হতে পারে এমন ফোন যা ব্যক্তি পর্যায়ে সরাসরি বিক্রি করা হচ্ছে—যেমন ফেসবুক মার্কেটপ্লেস–এর মতো সাইটে। এসব ফোন তুলনামূলক সস্তা হলেও কোনও গ্যারান্টি বা মেরামতের নিশ্চয়তা থাকে না। সব রিফার্বিশড...