মিরপুরে আয়োজন করা হচ্ছে মিরপুর রিয়েল এষ্ট এন্ড হাউজিং ফেয়ার ২০২৫। আগামী ২০, ২১ ও ২২ নভেম্বর তিন দিনব্যাপী মিরপুর বাঙলা স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলার আয়োজন করা হবে । মিরপুরভিত্তিক রিয়েল এষ্টেট প্রতিষ্ঠান মালিকদের সংগঠন মিরপুর রিয়েল এষ্টেট ফোরাম এই মেলা আয়োজনের উদ্যোগ গ্রহন করেছে। সম্প্রতি মিরুপুর রিযেল এষ্টেট ফোরামের এক বিশেষ সাধারন সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।ফোরামের সভাপতি শহীদুল ইসলাম নিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিরপুর ডিওএইচএস, পল্লবী ও বৃহত্তর মিরপুর এলাকার ডেভেলপার ও লিংকেজ ইন্ডাষ্ট্রীর শতাধিক প্রতিষ্ঠান উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তারা এধরনের মেলা...