রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (রাকসু), হল সংসদ ও ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘনিয়ে আসছে। শেষ মুহূর্তে পুরোদমে চলছে প্রচার। প্রার্থীরা একের পর এক ভোটারদের কাছে ছুটছেন। স্বতন্ত্র ও প্যানেলগুলো লিফলেট বিলি করছে। টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, ক্যাম্পাসের প্রত্যেকটি চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আসন্ন রাকসু নির্বাচন। একের পর এক নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা । সম্ভব নয় এমন ইশতেহার দিতেও দেখা গেছে অনেক প্যানেল ও প্রার্থীকে। গতকাল ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ দশ সেগমেন্টে ৩৬ টি ইশতেহার দিয়েছে। অপরদিকে শিবির প্যানেলে ২৪ দফা সংস্কারের ইশতেহার ও ইশতেহারগুলোর উপ-ইশতেহার প্রকাশ করেছে এবং প্যানেলটি ৭ বিষয়ে ‘হ্যা’ এবং ৭ বিষয়ে ‘না’ প্রস্তাব রেখেছে। রাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদকাল এক বছর। এ সময়ে এতগুলো ইশতেহার বাস্তবায়ন সম্ভব কিনা এ...