মানিকগঞ্জে পৃথক পৃথক স্থান থেকে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়। সদর থানা পুলিশ জানিয়েছে, দুপুরে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া এলাকার পৌর ভূমি অফিসের পেছনের একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে ঝুলন্ত অবস্থায় আবু হানিফ (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবুল বসরের ছেলে।নিহতের সাবেক স্ত্রী বৃষ্টি আক্তার জানান, আবু হানিফ বিদেশ পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, কিন্তু তা ফেরত না দেওয়ায় তিনি মানসিক চাপে ছিলেন। মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, সোমবার সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা...