বাংলাদেশে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো নামজারি। জমি রেজিস্ট্রির পরপরই নামজারি করা হয়, যাতে সরকারিভাবে আপনাকে জমির মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই ছোট ভুল বা অসতর্কতার কারণে নামজারি বাতিল হয়ে যায়। নিচে বিশেষজ্ঞদের মতে ১০টি সাধারণ ভুল ও সতর্কতার বিষয় তুলে ধরা হলো— জমির পরিচয়ে দাগ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলিলে ভুল নম্বর থাকলে নামজারি বাতিল হয়ে যায়।করণীয়:দলিল তৈরির আগে খতিয়ান দেখে সঠিক দাগ নম্বর নিশ্চিত করুন। চৌহদ্দি বা মালিকানা বিবরণ, দাগ, মৌজা, সাবেক মালিকের নাম ইত্যাদিতে ভুল থাকলেও নামজারি বাতিল হয়।করণীয়:অভিজ্ঞ দলিল লেখকের মাধ্যমে দলিল তৈরি করুন এবং সব তথ্য যাচাই করুন। ভোটার আইডিতে থাকা নাম ও দলিলে উল্লেখিত নাম এক না হলে আবেদন বাতিল হতে পারে।করণীয়:নামের হুবহু মিল আছে কিনা যাচাই করুন। প্রয়োজনে সংশোধন...