শিক্ষার্থীরা জানান, তারা কোনো প্রতিনিধি, শিক্ষা উপদেষ্টা বা অন্য কারো কাছে যাবে না, বরং কর্তৃপক্ষকেই শিক্ষার্থীদের কাছে আসতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় শিক্ষার্থীরা নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে পুলিশ। এর আগে সকালে সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে পদযাত্রা করে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের জন্য সম্প্রতি একটি খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, সাতটি কলেজকে চারটি স্কুলে ভাগ করা হবে। এর মধ্যে— সায়েন্স স্কুলে থাকবে ঢাকা কলেজ,...