নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে হারিছ চৌধুরী বাজার সড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে চরজব্বর থানার ওসি শাহীন মিয়া জানান। নিহত সুব্রত চন্দ্র দাস (৪০) চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চির রঞ্জন দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। পরিবারের বরাতে পুলিশ জানায়, সুব্রতর স্ত্রী রিক্তা রানী চরহাসান ভূঞারহাটে স্বাস্থ্যসেবা বিভাগে চাকরি করেন। দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে তিরি স্ত্রীকে আনতে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তাকে হত্যা করা হয়। নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন, লাশের পাশে তার মোটরসাইকেলটি পড়ে...