ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি শুরু করেছে বিএনপি। বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। সোমবার (১৩ অক্টোবর) পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বিএনপির এই নেতা বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন। তাদের খোঁজ খবর নিচ্ছেন। সেইসঙ্গে বিএনপির ৩১ দফা কর্মসূচি এবং দল রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনে প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে ধারণা দিচ্ছেন।আরো পড়ুন:দিনাজপুরে ১ লাখ ৩৭ হাজার ভোটার বেড়েছেআমরা রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক...