তারা বলেন, এ বিষয়ে ইতোমধ্যে ২৭টি মামলা হয়েছে এবং সবগুলোর রায়ই অস্থায়ী কর্মচারীদের পক্ষে এসেছে। তবুও কর্তৃপক্ষ এখনো আদালতের রায় বাস্তবায়ন করেনি। বক্তারা দ্রুত আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন—দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে বক্তব্য রাখেন সওজ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সম্পাদক নুরুল আমিনসহ অন্য নেতারা। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোনো কর্মচারী ধারাবাহিকভাবে ১৮০ দিন বা তার বেশি সময় একই প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাকে স্থায়ী কর্মচারী হিসেবে গণ্য করার বিধান রয়েছে। শ্রম আইন বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন অস্থায়ীভাবে কর্মরতদের অবদান উপেক্ষা করা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। দেশের বিভিন্ন জেলাতেও সওজের অস্থায়ী কর্মচারীরা একই দাবিতে আন্দোলনে নেমেছেন। সম্প্রতি রাজবাড়ী ও গোপালগঞ্জেও কর্মবিরতি ও মানববন্ধনের কর্মসূচি পালন...