আন্তর্জাতিক ডেস্ক: টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণার জন্য ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জোয়েল মকিয়র, ফ্রান্সের ফিলিপ আগিয়োঁ ও কানাডার পিটার হাউইট। ‘উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্ব’ ব্যাখ্যার জন্য তাদের যৌথভাবে এ পুরস্কার দেয়া হয়।। সোমবার (১৩ অক্টোবর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটির আনুষ্ঠানিক নাম ‘স্ভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমরি অব আলফ্রেড নোবেল’, যা এ বছর নোবেল সিরিজের শেষ পুরস্কার হিসেবে ঘোষণা করা হলো। পুরস্কারের অর্থমূল্য এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)। খবর রয়টার্স, সিএনএনের। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে,‘লরিয়েটরা (নোবেলজয়ী) আমাদের শিখিয়েছেন-টেকসই প্রবৃদ্ধি কখনোই স্বয়ংক্রিয়ভাবে ঘটে না। মানব ইতিহাসের বেশিরভাগ সময় অর্থনৈতিক স্থবিরতাই ছিল স্বাভাবিক অবস্থা, প্রবৃদ্ধি...