ফিল্মফেয়ারে এবার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন। পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমন এক স্পর্শকাতর ও আবেগঘন বক্তব্য দিয়েছেন তিনি যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। চলচ্চিত্র জগতে ২৫ বছর পূর্তি উদযাপন করছেন তিনি। আর এই দীর্ঘ যাত্রার সফলতা তাকে এক বিশেষ মুহূর্তে দাঁড় করিয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। প্রথমবারের মতো এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি। যার ফলে তার আবেগ যেন একটু বেশিই। বক্তব্যে অভিষেক বলেন, ‘চলচ্চিত্র জগতে এই বছরটা আমার ২৫ বছর পূর্তি। বিশ্বাস করুন, এই পুরস্কারের জন্য কতবার মনে মনে স্পিচ প্র্যাক্টিস করেছিলাম, তার হিসেব নেই। আজ আমি সত্যিই আপ্লুত। আমার পরিবারের সবার সামনে এই সম্মান পাওয়াটা মুহূর্তটাকে আরও স্মরণীয় করে তুলল। অনেক মানুষের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করার আছে’ তিনি...