বাংলাদেশ যখন ক্রমবর্ধমান যুব বেকারত্বের সংকট মোকাবিলায় লড়াই করছে, তখন শ্রমবাজারে নতুন এক জটিল বাস্তবতা দৃশ্যমান হচ্ছেÑঅটোমেশন ও প্রযুক্তিগত রূপান্তর। আধুনিকায়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রা দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ালেও এর সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক তাদের ঐতিহ্যগত কর্মক্ষেত্র থেকে ছিটকে পড়ছে। এই পরিবর্তন বৈশ্বিক বাস্তবতার অংশ হলেও বাংলাদেশের মতো শ্রমনির্ভর অর্থনীতিতে এর প্রভাব অনেক গভীর, কারণ এখানে কোটি কোটি মানুষ জীবিকার জন্য নির্ভর করে শ্রমঘন শিল্পের ওপর। ফলে অটোমেশন ও যুব কর্মসংস্থানের পারস্পরিক সম্পর্ক এখন দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক নীতিনির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। সাম্প্রতিক গবেষণাগুলো ইঙ্গিত দিচ্ছে যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে প্রায় ৫৩.৮ লাখ চাকরি অটোমেশনের ঝুঁকিতে পড়তে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে রয়েছে তৈরি পোশাক (আরএমজি), আসবাবপত্র, কৃষি প্রক্রিয়াজাতকরণ, পর্যটন ও চামড়া শিল্প। শুধু...