নদীর পাড় কেবল একটি ভৌগোলিক সীমারেখা নয়, এটি প্রকৃতি ও জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যেখানে স্নিগ্ধতা আর সবুজের আলিঙ্গন ঘটে। কিন্তু সুনামগঞ্জ পৌর শহরের নদী ও খালের পাড় যেন ময়লার ভাগাড়। এই পাড়ে ছড়িয়ে আছে প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালির নোংরা আবর্জনা। ফলে হারিয়েছে নদীর স্বচ্ছতা, তীরগুলোতে জমে আছে দুর্গন্ধ যুক্ত ময়লার স্তূপ। এই বর্জ্য নদীর জলজ প্রাণী ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। সুনামগঞ্জের পর্যটন ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, শহরের বৈঠাখালি নৌকাঘাট থেকে শুরু করে দক্ষিণ বড়পাড়া, তেঘরিয়া, পুরানপাড়া, মড়লহাটি, সাহেববাড়ি ঘাট, উত্তর আরপিননগর, পশ্চিম বাজার, চাঁদনিঘাট, জগন্নাথবাড়ি, কাঁচাবাজার হয়ে নবীনগর পর্যন্ত নদীর তীর ময়লায় জর্জরিত। কোথাও ড্রেনের ময়লা সরাসরি নদীতে গিয়ে মিলছে, কোথাও নদীর পাড়ে গড়ে উঠেছে আবর্জনার ছোট ছোট স্তূপ। বিশেষ করে সাহেববাড়ি ঘাট ও চাঁদনিঘাটে দৃশ্য...