কুমিল্লার চান্দিনা পৌরসভার প্রধান ফটক ও সীমানা প্রাচীর এর কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কুমিল্লা জেলার ৭টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইডিএফপিসি) এর আওতায় ৪০ লাখ টাকা ব্যয়ে ওই উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই কাজটির অনিয়ম সাধারণ মানুষের চোখে পড়লেও- সব কাজ দেখার সুযোগ নেই বলে দায়সারা বক্তব্য দিয়েছেন পৌরসভার সহকারী প্রকৌশলী। এদিকে ওই প্রকল্পের কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত বৃহস্পতিবার পৌর প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন মো. আসাদুজ্জামান দুলাল নামের একজন সচেতন নাগরিক। লিখিত অভিযোগ তিনি উল্লেখ করেন- পৌর ভবনের ৪০ লক্ষ টাকার সংস্কার কাজের মধ্যে ১৬ লাখ টাকার এসএস (স্টেইলনেস স্টীল) গেইট ও গ্রীলে নিম্নমানের মালামাল সরবরাহ করা হয় এবং সিডিউল মোতাবেক কাজ হচ্ছে না। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ক্ষতির মুখে পড়বে...