নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সব ধরনের গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে অভিহিত করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, কিছু স্বার্থান্বেষী মহল বিনিয়োগকারীদের মধ্যে ক্ষতির আশঙ্কা তৈরি করতে এই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সরকার স্পষ্ট করে বলেছে, তাদের কোনো সিদ্ধান্তে এমন কোনো পদক্ষেপ নেই যা বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক একীভূত করার সম্পূর্ণ প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের...