৭০তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-তারকাদের জমজমাট উপস্থিতিতে ভরপুর এই রেড কার্পেটের সবচেয়ে আলোচিত মুখ ছিলেন অভিনেত্রী অনন্যা পান্ডে। চকচকে গাউন আর গ্লিটার ট্রেন্ডের বাইরে গিয়ে তিনি বেছে নিয়েছিলেন এমন এক লুক, যা একই সঙ্গে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা আর আধুনিক ফ্যাশনের আত্মবিশ্বাসী প্রকাশ। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ভারতের বিখ্যাত ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা অনন্যাকে এদিন সাজিয়েছিলেন গুজরাটের ঐতিহ্যবাহী শিল্পকলার অনুপ্রেরণায় তৈরি এক অনন্য পোশাকে। বাঁধনি সিল্কে তৈরি তার শাড়িটি ফিউশন স্টাইলে ড্রেপ করা, যার কালো-লাল বিন্দু ও নকশায় ফুটে উঠেছে গুজরাটের প্রাচীন টাই-ডাই টেক্সটাইল আর্টের সূক্ষ্ম শৈলী। এই শাড়ির সঙ্গে অনন্যা পরেছিলেন পাটোলা মোটিফে সাজানো এক স্ট্র্যাপলেস করসেট ব্লাউজ, যার সুইটহার্ট নেকলাইন আর বিউগল বিডস এমবেলিশমেন্ট যেন পুরো লুকে এনে দিয়েছে প্রাণবন্ত উচ্ছ্বাস। রঙিন করসেট আর ঐতিহ্যবাহী শাড়ির এই...