দীর্ঘ দুই বছর ধরে চলা গণহত্যা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গ্যাস ও জ্বালানিবাহী ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করেছে। টানা দশ মাস অবরোধ থাকার পর সোমবার (১৩ অক্টোবর) প্রথমবারের মতো ত্রাণ নিয়ে সীমিত সংখ্যক ট্রাক গাজায় প্রবেশ করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য মতে, গ্যাস ও জ্বালানিতে ভর্তি কয়েকটি ট্রাক ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ গাজার কেরেম শালোম সীমান্তপথ দিয়ে প্রবেশ করেছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এসব জ্বালানিবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের অনুমতি নিয়ে গত দুই মাসে ধরে প্রতিদিন গড়ে ৬০-৭০টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করা শুরু হলেও এসব ত্রাণের মধ্যে কোনো জ্বালানি বা গ্যাস অন্তর্ভুক্ত ছিল না। গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে রান্নার গ্যাস বিতরণ শুরু হবে। প্রত্যেক ব্যক্তি ৬০ শেকেল...