সাড়ে তিন যুগের প্রতীক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও কড়া নাড়ছে রাকসু নির্বাচন। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পাচ্ছেন ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ। এরই মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা একের পর এক ইশতেহার ঘোষণা করছেন।ক্যাম্পাসজুড়ে এখন পোস্টার, লিফলেট, মাইকিং আর প্রতিশ্রুতির জোয়ার। কেউ দিচ্ছেন পূর্ণাঙ্গ আবাসিকতার মাস্টারপ্ল্যান, কেউ বিবাহিত শিক্ষার্থীদের জন্য নতুন হল নির্মাণের আশ্বাস, আবার কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন আবাসন ভাতা চালুর। এ ছাড়া ৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল সেন্টার, ক্যাম্পাসে চাকরির সুযোগ, প্রশাসনিক ও একাডেমিক সংস্কারের ঘোষণাও আসছে একের পর এক ইশতেহারে।তবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে উঠছে নানা প্রশ্ন। অনেকের মতে, ইশতেহারের অনেক প্রতিশ্রুতি দীর্ঘমেয়াদি, অবাস্তব বা ছাত্র প্রতিনিধিদের এখতিয়ারের বাইরে। কেউ কেউ বলছেন, এসব ‘আকাশকুসুম’ প্রতিশ্রুতি আসলে ভোটার আকৃষ্ট...