হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির পর গাজা উপত্যকায় নতুন করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এ উদ্দেশ্যে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। রোববার এক বিবৃতিতে কাৎজ বলেন, গাজায় হামাসের সুড়ঙ্গ ধ্বংস করতেই এই অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জিম্মি মুক্তির পর এটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক তদারকিতে এ অভিযান পরিচালিত হবে। এদিকে হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা গাজী...