নারী ও শিশুবিষয়ক অধিকার নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার দিয়েছে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। প্ল্যান ইন্টারন্যাশনাল গণমাধ্যম পুরস্কারে ‘জাতীয় গণমাধ্যম ক্যাটাগরিতে’ পুরস্কৃত হয়েছেন সাংবাদিক জাফর ইকবাল। তিনি দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। রাজধানীর বাংলামটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজ সোমবার (১৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনে প্রকাশিত ও প্রচারিত নারী ও শিশুবিষয়ক রিপোর্টের ওপর প্ল্যান ইন্টারন্যাশনাল এ পুরস্কার দিয়েছে। এবার ১০৭ জন প্রতিযোগী ২১৪টি কনটেন্ট জমা দেন। যার মধ্যে ৪১ জনের ৫১টি কনটেন্ট প্রাথমিক ধাপে পুরস্কারের জন্য মনোনীত হয়। পরবর্তী ধাপে ১৫ জনের ১৫টি কনটেন্ট নির্বাচিত হয়। দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক জাফর ইকবাল ‘গৃহকর্মী আড়ালে কিশোরী পাচার’ শীর্ষক তিন পর্বের...