বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগে প্রায় ২০ জন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার বিরুদ্ধে নীরবে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গত আসরের ফিক্সিং তদন্তে ১৮ থেকে ২০ জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। তাদের নামসহ একটি প্রাথমিক প্রতিবেদন ইতিমধ্যে বোর্ডে জমা পড়েছে। চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন ১২তম আসর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নীরবে প্রতিযোগিতা থেকে বাদ দিতে চায়। একজন সিনিয়র বিসিবি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু প্রতিবেদনটি এখনো প্রকাশিত হয়নি, তাই কারও নাম আনুষ্ঠানিকভাবে বলা হবে না। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে যেন তারা ওইসব খেলোয়াড় বা কর্মকর্তাকে...