পুলিশ জানায়, সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান করেন। কর্তৃপক্ষের কাছে ৯ দফা দাবি উপস্থাপন করার পরও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন বলে জানান তারা। তাদের দাবিগুলো হলো: বেতন ৭ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ। মেডিকেল ছুটি পাশ করালে হাজিরা বোনাস থাকতে হবে। মেডিকেল ছুটি কোনো অফিসের কর্মকর্তা পাশ করাতে পারবে না, মেডিকেল ছুটি মেডিকেল ডাক্তার পাশ করাবে। মেডিকেলে সব ধরনের ওষুধ থাকতে হবে। নাইট বিল সর্বনিন্ম ১৫০ টাকাসহ বাৎসরিক ছুটির টাকা জানুয়ারি মাসে দিতে হবে। নিরাপত্তার জন্য ছোট বাটন ফোন সঙ্গে আনার অনুমতি দিতে হবে। যারা রিজাইন দিবে তাদের টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হবে। বিনা কারণে কোন শ্রমিককে বের করা যাবে না। যদি বের করা হয়, তাহলে রানিং মাসের বেতন...