গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকায় অবস্থিত জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন ও এক বছরের ওভারটাইমের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। সোমবার সকালে এই বিক্ষোভ শুরু হয়। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় তারা চরম ভোগান্তিতে রয়েছেন। মে, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতনসহ গত এক বছরের ওভারটাইম পরিশোধের দাবিতে সকাল নয়টা থেকে তারা কারখানার ভেতরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি। দুপুর পর্যন্ত শ্রমিক প্রতিনিধি ও পুলিশের মধ্যে আলোচনা চলছিল। শ্রমিকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে বকেয়া বেতন পরিশোধের জন্য একাধিকবার কর্তৃপক্ষকে অনুরোধ করলেও কোনো সুরাহা হয়নি। তারা বলেন, “তিন মাস ধরে বেতন পাই না, সংসার...