১৩ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম শেরপুর জেলা ও সদর সাবরেজিস্টার অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সোমবার (১৩ অক্টোবর) তিনি এই পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সাবরেজিষ্ট্র অফিস বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাসহ নাগরিক সেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তার সাথে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, জেলা রেজিস্টার মো. আনিছুর রহমান, সদর উপজেলা সাবরেজিস্টার খন্দকার মেহবুবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ধানুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। কুষ্টিয়ায় এমপিওভুক্ত শিক্ষকদের...