ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলন ও কিছু তথাকথিত বুদ্ধিজীবী দেশের স্বৈরশাসন ও ক্ষমতাসীন দলের শাসন দীর্ঘায়িত করতে সহায়তা করেছে। সোমবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আবু সাদিক কায়েম বলেন, “মুক্তির জন্য আমরা বিগত ১৬ বছর ধরে লড়াই চালিয়েছি। কিন্তু সমাজের কিছু বুদ্ধিজীবী, শিক্ষক ও সাংবাদিক কৌশলে ক্ষমতাসীন দলের সহায়তায় সমর্থন দেখিয়েছে। শিবির ট্যাগ ব্যবহার করলেই তারা চুপ হয়ে যেত—এটাই ছিল তাদের কৌশল।” তিনি আরও উল্লেখ করেন, “এই ট্যাগ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে নির্যাতন চালানো হয়েছে; এমনকি শিবির বলে ট্যাগ দিয়ে বিশ্বজিৎ হত্যার ঘটনা ঘটেছে। এই হিপোক্রেসি ২০১৩ সালের শাহবাগ ও বুদ্ধিজীবীদের মাধ্যমে ফ্যাসিবাদকে...