পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ল্যাম্পসের (বিডি ল্যাম্পস) ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) লোকসানে পড়েও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে কোম্পানিটির পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। আজ সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। লভ্যাংশ প্রসঙ্গে কোম্পানির সচিব মোহাম্মদ রুহান মিয়া বলেন, ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে বিডি ল্যাম্পসের ব্যবসা মন্দা ছিল। এর ফলে লোকাসান গুনছে কোম্পানিটি। লোকসানে থাকলেও বিনিয়োগকারীরা পাবে লভ্যাংশ। শেয়ারপ্রতি এক টাকা করে দেওয়া হবে। রিজার্ভ থেকে এ লভ্যাংশ দেওয়া হবে। গত ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ছয় টাকা ২২ পয়সা। আগের ২০২৩-২৪ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১২ টাকা ৭৬ পয়সা। আলোচিত সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ...